Lakshmi Bhandar: বিজেপির ভোট বাড়লেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে ‘শিক্ষা’?
Lakshmi Bhandar Politics: এবার বিজেপি নন্দীগ্রামে ভোট পেলে ময়নার মতো হাল হবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাও আবার প্রকাশ্যে। তা নিয়েই রাজনৈতিক মহলে জোরদার শোরগোল, বিতর্ক। আগেই আবার হুঁশিয়ারি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতেও।
বিরোধী দলনেতার জেলায় অভিযোগের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। সূত্রের খবর, বিজেপির জেতা ময়নার দুটো অঞ্চলে তিন মাসের বেশি বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার। এবার বিজেপি নন্দীগ্রামে ভোট পেলে ময়নার মতো হাল হবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাও আবার প্রকাশ্যে। তা নিয়েই রাজনৈতিক মহলে জোরদার শোরগোল, বিতর্ক। আগেই আবার হুঁশিয়ারি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতেও। তা নিয়েও বিস্তর চর্চা হয়। সব মিলিয়ে এই ইস্যুতে সরগরম জেলার রাজনৈতিক আঙিনা।
Published on: Nov 26, 2025 11:15 AM
Latest Videos

