AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood News: সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের ছবি শেয়ার রাহুলের

Tollywood News: সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের ছবি শেয়ার রাহুলের

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Aug 03, 2023 | 10:50 PM

Share

Tollywood: সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। ক্যাপশনে লিখলেন, ‘চলুন ঘুরে আসা যাক আমার আর প্রিয়াঙ্কার বিয়ের লাইভ কভারেজ থেকে, আজকের বিষয় বিবাহ অভিযান।’ জুটিকে একসঙ্গে দেখে খুশির হাওয়া নেটমহলে।

দেব-রাজের প্ল্যানিং ফাঁস
দু’জনেই হেভিওয়েট, একজন পরিচালক, অন্যজন অভিনেতা। তাঁদের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তারই মধ্যে সূত্র জানাচ্ছে, বাংলা ছবির পাশে দাঁড়াতে, হাতে-হাত রেখে আবারও নাকি একসঙ্গে দেব ও রাজ চক্রবর্তী। ছবির প্রযোজনার দায়িত্বে নাকি এসভিএফ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই রাজের ওই ছবি সই-ও করে ফেলেছেন দেব। খোঁজ চলছে হিরোইনের।

স্মৃতিতে ভাসলেন রাহুল
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। ক্যাপশনে লিখলেন, ‘চলুন ঘুরে আসা যাক আমার আর প্রিয়াঙ্কার বিয়ের লাইভ কভারেজ থেকে, আজকের বিষয় বিবাহ অভিযান।’ জুটিকে একসঙ্গে দেখে খুশির হাওয়া নেটমহলে।

নবনীতার জন্মদিনে জিতু
বিচ্ছেদের মাঝেই স্ত্রী নবনীতার জন্মদিন। ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার জিতু কামালের। পুরোনো এক ভিডিয়ো শেয়ার করে লিখলনে, ‘খুব খুব খুব ভাল থেকো।’

প্রকাশ্যে টিআরপি তালিকা
আরও এক বৃহস্পতিবার। বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা আরও একবার সামনে। বহুদিন পর ‘অনুরাগের ছোঁয়া’ নিজেকেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার নম্বর ৯ ছুঁয়েছে। দ্বিতীয় স্থানে এবারেও রয়েছে ‘জগদ্ধাত্রী’। আর তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’।

সুস্মিতার নতুন নায়ক
দেড় মাস হল ‘পঞ্চমী’ সিরিয়াল থেকে বিদায় নিয়েছেন রাজদীপ গুপ্ত। অভিনেত্রী সুস্মিতা দে’র সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। শোনা যাচ্ছে, এবার ওই ধারবাহিকে দেখা যাবে সুস্মিতার নতুন নায়ককে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘পঞ্চমী’র নতুন নায়ক যুবরাজ চৌধুরী। যদিও অফিশিয়ালি এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।

বিস্ফোরক স্বস্তিকা
সবুজ পোশাক, সঙ্গে সবুজ লিপস্টিক। স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই লুক দেখেই এক ভক্ত ট্রোল করে লিখলেন, ‘ভয়ে পেয়ে গেলাম তো।’ কটাক্ষ নজর এড়াল না অভিনেত্রীর। ট্রোলের সপাট জবাব দিয়ে লিখলেন, ‘মাঝে মাঝে ভয় পাওয়া ভাল।’

শাহরুখের সাহায্যে বাজিমাত আলিয়ার
‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবির গান ‘তুম কেয়া মিলে’ নিয়ে বেজায় চিন্তায় ছিলেন করণ জোহর। এই গানে নব্বইয়ের স্বাদ দিতে চেয়েছিলেন তিনি। যে কারণে টিপস নিতে শাহরুখ খানের কাছে পৌঁছে গিয়েছিলেন আলিয়া ভাট। টানা একদিন শাহরুখের সঙ্গে পরিমর্শ করে তবেই গানের শুট করেছিলেন আলিয়া।

শাবানার চুম্বনে জাভেদের প্রতিক্রিয়া
ধর্মেন্দ্রর বয়স ৮৭। ও দিকে শাবানা আজমির বয়স ৭২ বছর। করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে প্রেমের দৃশ্যে দু’জনের এক ‘লিপকিস’ অর্থাৎ ঠোঁট-চুম্বন নিয়েই এই মুহূর্তে সারা দেশ জুড়ে আলোচনা। স্ত্রীর লিপকিস নিয়ে কী বক্তব্য জাভেদ আখতারের? শাবানা জানাচ্ছেন, ব্যাপারটি নিয়ে খুব একটা ভাবিতই নন জাভেদ। ব্যক্তিগত ও পেশাগত ফারাক তিনি বোঝেন ভালভাবেই।

অসুস্থ আদা শর্মা
হাসপাতালে ভর্তি ‘দ্য কেরালা স্টোরি’খ্যাত অভিনেত্রী আদা শর্মা। হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশন ও ফুড অ্যালার্জির কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ভর্তি করে নেওয়া হয়। যদিও চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

Published on: Aug 03, 2023 10:31 PM