World Meteorological Day: সবার জন্য আবহাওয়ার পাঠশালা আলিপুর হাওয়া অফিসের!

আসাদ মল্লিক

Updated on: Mar 26, 2023 | 5:45 PM

World Meteorological Day: সবার জন্য আবহাওয়ার পাঠশালা আলিপুর হাওয়া অফিসের!

সবার জন্য আবহাওয়ার পাঠশালা আলিপুর হাওয়া অফিস। ছোট বড় সবাই অবাক হয়ে দেখলো কীভাবে মাপা হয় বৃষ্টির পরিমাণ থেকে শুরু করে ভূমিকম্পের তীব্রতা। অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ন । এবারে আমাদের জলবায়ু নিয়ে ভাবার সময় এসেছে। আমরা পূর্বাভাস কী করে দেওয়া হয় সেটা শেখানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়টিও রেখেছি। অবাক হয়ে দেখা। সঙ্গে ভবিষ্যতের আবহাওয়া পরিবর্তনের ফলাফল জলবায়ু সবকিছুরই পাঠ ছিল।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla