রঙ আবির পিচকিরির সঙ্গে বড়বাজারে গেলেই এখন হাজারে হাজারে যেটা নজরে পড়বে সেটা হল ঘুঁটের মালা। সঙ্গে গোবর দিয়ে তৈরি নানারকমের নানা আকারের ঘুঁটে। এবং বিক্রিও সেরকমই। একটা ঘুঁটের মালা পঞ্চাশের বেশি। ঘুঁটের উনুন ঘুঁটের ঢাল তরোয়াল আরও কত কী বলে শেষ করা যাবে না। এটা অনেকের কাছে হোলির একটা উপচার। সুরক্ষা কবচ। হোলিকার সঙ্গে এর যোগ রয়েছে।