রামকৃপাল নামদেও। মধ্যপ্রদেশের গ্রামে বড় হয়ে ওঠা। ছবি আঁকায় প্রথাগত শিক্ষা নেই। তিনি স্বভাবশিল্পী। বিশ্বাস করা কঠিন হলেও লতা মঙ্গেশকরের অসাধারণ ছবি এঁকে রেকর্ড করেছেন রামকৃপালবাবু, এঁকেছেন ৫০টির বেশি ছবি। মুম্বাইয়ে প্রদর্শনী হয়েছে বেশিরভাগ। কিছু দিল্লিতে। এবং নিজের রাজ্য মধ্যপ্রদেশে। কিন্তু বাংলায় এই প্রথম। লতা দিদির কাছে পৌঁছতে কম কাঠ খড় পোড়াতে হয়নি। তারপর এল সেই দিন…