Nusrat Jahan: গেরুয়া শুনেই কি মেজাজ হারালেন নুসরত?

Nusrat Jahan: গেরুয়া শুনেই কি মেজাজ হারালেন নুসরত?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Mar 06, 2023 | 8:45 PM

Nusrat Jahan: ছেলের দুষ্টুমি সামলাতে বেগ পেতে হয় জননী নুসরাতকে?

একটি হাসপাতালের সচেতনতামূলক অনুষ্ঠান। সেখানে অনুষ্ঠানের শেষলগ্নে হাজির নুসরত জাহান। ছোটদের নিয়ে অনুষ্ঠান। কিন্ত বড়দের প্রশ্ন উঠল। উঠল রং-এর উৎসবের কথাও। ছেলের সঙ্গে কি দোল খেলবেন নুসরাত জাহান? এই প্রশ্নের উত্তরে মজা করে নুসরাত জানালেন, ছেলে প্রতিদিনই রং খেলছে, অর্থাৎ ছেলের দুষ্টুমি সামলাতে বেগ পেতে হয় জননী নুসরাতকে। এরপরেই মেজাজ হারালেন নুসরাত জাহান যখন তাকে প্রশ্ন করা হল কোন রং তার পছন্দ, সবুজ না গেরুয়া?

Published on: Mar 06, 2023 08:45 PM