Elephant Viral Video: সঙ্গীর জন্য দাঁড়িয়ে হাতি, গাড়ি আটকে কেন অপেক্ষা করছিল হাতি?
Elephant Viral Video: সঙ্গীর জন্য দাঁড়িয়ে হাতি, গাড়ি আটকে কেন অপেক্ষা করছিল হাতি?
সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি জঙ্গল এলাকা যার মধ্যে দিয়ে একটি রাস্তা যাচ্ছে। রাস্তায় চার-পাঁচটি গাড়ি দাঁড়িয়ে থাকলেও সামনে এগোতে পারছে না। এর কারণ হল গাড়ির ঠিক সামনে একটি বিশাল হাতি দাঁড়িয়ে আছে। সে গাড়িগুলিকে এগোতে দিচ্ছে না। তারপরে সে কিছুক্ষণ ওভাবে পথ আটকে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করল। যাতে তার সঙ্গী ঠিকভাবে রাস্তা পেরতে পারে। সঙ্গী হাতিটি রাস্তা পেরিয়ে যেতেই সে গাড়িগুলিকে ছেড়ে দিল। ‘ওয়াইল্ডেস্ট ক্রুগার সাইটিংস’ নামক ফেসবুক পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে- ‘দেখুন একটি হাতি গাড়ির পথ আটকে দাঁড়িয়ে আছে,যাতে অন্য় হাতিটি রাস্তা পার হতে পারে’। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের। এখনও পর্যন্ত এই ভিডিয়োটি ২১ লাখের বেশি ভিউ পেয়েছে। একজন লিখেছেন, ‘এটি চমৎকার একটি দৃশ্য। প্রাণীরাও তাদের পরিবারকে রক্ষা করতে জানে’।