Elephant Viral Video: হাত নয়, শুঁড়েই তুলির টান!

Elephant Viral Video: হাত নয়, শুঁড়েই তুলির টান!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 29, 2023 | 2:07 PM

Elephant Video: গজরাজ ছবি আঁকছে। ভিডিয়োর শুরুতে আপনার মনে হতে পারে,হাতিটি নিশ্চয়ই রং-তুলি দিয়ে এলোমেলো কিছু দাগ টানছে। কিন্তু না, আপনি যখন ভিডিয়োটি দেখবেন, আপনার চোখ কপালে উঠবে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি কোনও এক চিড়িয়াখানার।

গজরাজ ছবি আঁকছে। ভিডিয়োর শুরুতে আপনার মনে হতে পারে,হাতিটি নিশ্চয়ই রং-তুলি দিয়ে এলোমেলো কিছু দাগ টানছে। কিন্তু না, আপনি যখন ভিডিয়োটি দেখবেন, আপনার চোখ কপালে উঠবে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি কোনও এক চিড়িয়াখানার। সেখানে একটি হাতি তার শুঁড়ে রঙয়ের তুলি ধরে রয়েছে। তার সামনে একটি স্ট্যান্ডে আঁকার জন্য কাগজ রাখা। তাতেই চলছে তার আঁকিবুকি। কোথায় কোন রং ব্যবহার করতে হবে,সে সব জানে। একটি অপূর্ব গাছ এঁকে তাতে পাতার রং করছে। তুলির টান ছিল অসাধারণ। আপনার দেখে মনে হবে,হাতিটি যেন সত্যিই একজন শিল্পী। এই ভিডিয়োটি ‘pragati_yadav_09’ নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই প্রচুর মানুষের নজর কেড়েছে এই ভিডিয়ো। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত লক্ষ লক্ষ লাইক এবং প্রচুর ভিউ হয়েছে। এছাড়া এটি হাজার হাজার বার শেয়ারও হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন,’হাতিটি একজন পেশাদার চিত্রশিল্পীর মতো আঁকছে’। আরও একজন কমেন্ট করেছেন,’আমি এর আগে কখনও হাতিকে এত সুন্দর আঁকতে দেখিনি’।

Published on: Apr 29, 2023 02:07 PM