Tarakeswar Water Crisis News: তারকেশ্বরে জল কষ্ট
ফের পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি,সকাল থেকে পানীয় জল না পেয়ে ক্ষুদ্ধ তারকেশ্বর পৌরসভার ৯ ও ১০ নং ওয়ার্ডের বাসিন্দারা। গত রবিবার তারকেশ্বর পুরসভার চাউলপট্টি এলাকায় পানীয় জলের পাইপ ফেটে যাওয়ার কারণে পানীয় জলের পরিষেবা থেকে পুরো একটা দিন বঞ্চিত হয়েছিলেন ৮,৯ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দার।
ফের পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি,সকাল থেকে পানীয় জল না পেয়ে ক্ষুদ্ধ তারকেশ্বর পৌরসভার ৯ ও ১০ নং ওয়ার্ডের বাসিন্দারা।
গত রবিবার তারকেশ্বর পুরসভার চাউলপট্টি এলাকায় পানীয় জলের পাইপ ফেটে যাওয়ার কারণে পানীয় জলের পরিষেবা থেকে পুরো একটা দিন বঞ্চিত হয়েছিলেন ৮,৯ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দার। আজ সকালে আবারও পদ্মপুকুর এলাকায় পাইপ ফেটে যাওয়ার কারণে পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার বাসিন্দা। যদিও পৌরসভার পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে ওই দুটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করলেও বার বার এই ধরণের ঘটনায় পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে তারকেশ্বর শহরের উপর দিয়ে তারকেশ্বর-বর্ধমান রোডে রাস্তা সম্প্রসারনের কাজ চলছে।মাটি কাটার কাজ চলার সময়ই এই বিপত্তি ঘটেছে।
পানীয় জলের পরিষেবা দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।