Balurghat News: ঢুকে পড়েছে আত্রেয়ীর জল!
গত কয়েকদিনে আত্রেয়ী নদীর জল বেড়েছে। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে জল বইছে আত্রেয়ীর। এদিকে আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে জল ঢুকতে শুরু করেছে বালুরঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের আত্রেয়ী কলোনিতে।
গত কয়েকদিনে আত্রেয়ী নদীর জল বেড়েছে। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে জল বইছে আত্রেয়ীর। এদিকে আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে জল ঢুকতে শুরু করেছে বালুরঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের আত্রেয়ী কলোনিতে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গেছে। বাড়িতে জল ঢুকে যাওয়ায় ঘরে ছেড়ে তারা নিরাপদ স্থানে যাচ্ছেন। মূলত উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন।
এদিকে এদিন সকাল থেকে ফের মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আরো বৃষ্টি হলে পরে বন্যা পরিস্থিতি আরো ভয়ানক হবে বলে জেলা প্রশাসন সূত্র জানা গেছে। এমনকি নদীর জল আরও বেড়ে গেলে গোটা আত্রেয়ী কলোনিতে জল ঢুকে যেতে পারে। এমত অবস্থায় আতঙ্কে রয়েছেন আত্রেয়ী কলোনি এলাকার শতাধিক পরিবার। যদিও জেলা প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে৷ প্রয়োজনে তাদের ফ্লাড সেন্টারে স্থানান্তরিত করা হবে। এদিন সকালে ১৫-২০ টি পরিবার ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে৷ প্রতিনিয়ত জল বাড়ছে আত্রেয়ী নদীর৷