AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Poisonous Saline Case: স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন-অনশন, প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!

WB Poisonous Saline Case: স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন-অনশন, প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 19, 2025 | 11:18 PM

WB Healthcare: প্রসব যন্ত্রনায় ছটফট করছিলেন মেদিনীপুরের মহিলা। সেদিনই মা হবেন তিনি। ঘর আলো করে আসবে সন্তান। কিন্তু সেদিন কি কেউ জানত শিশু পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গেই তার মাকে বলি হতে হবে বিষাক্ত স্যালাইনের?

তিলোত্তমার করুন পরিণতি দেখেছিল গোটা রাজ্য, গোটা দেশ। অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছিল এই মৃত্যু। এ শহরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, প্রশ্ন এক কর্তব্যরত ডাক্তারকে কীভাবে খুন আর ধর্ষণের শিকার হতে হয়! সেখানেই প্রশ্ন ওঠে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সামনে আসে ঘুঘুর বাসা। কিন্তু এখনও একটা প্রশ্ন রয়েই যায়, স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন, দীর্ঘ অনশন জুনিয়র ডাক্তারদের, তারপরেও কি পৌঁছানো গেল না দুর্নীতির শিকড়ে? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি! ছাড় পেল না শিশু সন্তানও। বিষাক্ত স্যালাইনের বলি বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর পিছনে কোনও পাকা মাথার খেলা রয়েছে নাকি রয়েছে কর্তব্যরত চিকিৎসকদের গাফিলতি? স্যালাইনের বোতলে ছত্রাক আর রোগীর জীবন নিয়ে ছিনিমিনি? চোখে কালো কাপড় পরে বসে আসছে স্বাস্থ্য দফতর? কবে শেষ হবে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা? কবে চোখ খুলবে প্রশাসন? বাঁচার পথ কি আছে?