Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Report Today: নববর্ষে বাঙালির শীত ভাগ্য খারাপ, আর কবে ফিরবে ঠান্ডা?

Weather Report Today: নববর্ষে বাঙালির শীত ভাগ্য খারাপ, আর কবে ফিরবে ঠান্ডা?

আসাদ মল্লিক

| Edited By: নির্ণয় ভট্টাচার্য্য

Updated on: Jan 03, 2023 | 3:18 PM

Weather Update: হাওয়া অফিসের খবরে নিরাশই হবেন সকলে। ডিসেম্বরের গরম গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে, আর বছরের শুরুতেই তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি।

কলকাতা: বছর ঘুরল, কিন্তু বদলাল না বাংলার শীত ভাগ্য। নতুন বছরেও ফিরল না জাঁকিয়ে শীত। ফের ১৭ ডিগ্রির উপরে শহর কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরের শুরুতে তাপমাত্রার তেমন কোনও বদল হবে না বলেই খবর।

বর্ষশেষে ঠান্ডার দিকে তাকিয়ে ছিল আমজনতা, কিন্তু হাওয়া অফিসের খবরে নিরাশই হবেন সকলে। ডিসেম্বরের গরম গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে, আর বছরের শুরুতেই তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি। আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার কারণে দিনের বেলায় বেশ গরম থাকবে, আর তাই ভোরের সামান্য শীতের পরশই শীতপ্রেমী বাঙালির ভরসা। যদিও উত্তরবঙ্গে বেশ ঠান্ডা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দুই বঙ্গেই ভোরে কুয়াশা দেখা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Published on: Jan 01, 2023 09:37 AM