Weather Update: এত ঠান্ডা! বাংলার কোথায় কতটা নামল তাপমাত্রা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 26, 2025 | 12:35 PM

চলতি মরসুমে প্রথম এদিনই বাঁকুড়ার তাপমাত্রা নামে ১০ ডিগ্রির নীচে। এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। বড়দিনে হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু জেলার মানুষ। একদিকে ঠান্ডা আর অন্যদিকে ভোর থেকে কুয়াশার জেরে ফাঁকা রাস্তাঘাট। রাস্তার ধারে আগুন জ্বেলে সকাল থেকে শীতের কামড় থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে পথচলতি মানুষ।

বৃহস্পতিবার ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নামে আলিপুরের তাপমাত্রা। আর ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলের পারদ। আগামী ২ দিনে আরও কিছুটা বাড়বে ঠান্ডা। বছরের শেষ দিন পর্যন্ত শীতের আমেজে কোনও বাধা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

চলতি মরসুমে প্রথম এদিনই বাঁকুড়ার তাপমাত্রা নামে ১০ ডিগ্রির নীচে। এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। বড়দিনে হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু জেলার মানুষ। একদিকে ঠান্ডা আর অন্যদিকে ভোর থেকে কুয়াশার জেরে ফাঁকা রাস্তাঘাট। রাস্তার ধারে আগুন জ্বেলে সকাল থেকে শীতের কামড় থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে পথচলতি মানুষ।

Published on: Dec 25, 2025 12:17 PM