Wedding Saree Collection: বিয়েতে চাই কেমন শাড়ি

Wedding Saree Collection: বিয়েতে চাই কেমন শাড়ি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 25, 2023 | 6:20 PM

সামনেই বাঙালির বিয়ের মধুমাস। বিবাহ মানেই মেয়ের স্বপ্ন পূরণ। বহু ভাবনা চিন্তা থাকে একটা বিয়েকে ঘিরে। বিয়ে, বৌভাত আর প্রীতিভোজের শাড়ি সঙ্গে ম্যাচিং ব্লাউজ ওড়না কেমন হবে। বিয়ের রাতে আকর্ষণের কেন্দ্রে নববধূ। বিয়ের কেনাকাটিতে থাকে কনের শাড়ি ছাড়াও তত্ত্বের শাড়ি।

সামনেই বাঙালির বিয়ের মধুমাস। বিবাহ মানেই মেয়ের স্বপ্ন পূরণ। বহু ভাবনা চিন্তা থাকে একটা বিয়েকে ঘিরে। বিয়ে, বৌভাত আর প্রীতিভোজের শাড়ি সঙ্গে ম্যাচিং ব্লাউজ ওড়না কেমন হবে। বিয়ের রাতে আকর্ষণের কেন্দ্রে নববধূ। বিয়ের কেনাকাটিতে থাকে কনের শাড়ি ছাড়াও তত্ত্বের শাড়ি। কনের জন্য কিনতে হয় একরাশ শাড়ি। আইবুড়োভাত থেকে শুরু করে নান্দিমুখ, গায়েহলুদ, ভাতকাপড়, প্রীতিভোজ, ফুলশয্যায় কী কী শাড়ি লাগবে? এই নিয়ে চিন্তা ভাবনা চলে।

আইবুড়োভাতে পরুন ট্র্যাডিশন্যাল সিল্ক শাড়ি। নান্দিমুখে লাল-সাদা শাড়ি সুন্দর লাগে। গায়েহলুদে হলুদ শাড়ির সঙ্গে লাল বা সবুজ ব্লাউজ। বিয়ের পর দিন সকালে গোলাপি তাঁতের শাড়ি। ভাত কাপড়ে সিল্কের শাড়ি। সিল্কের শাড়ির মধ্যে আছে ইক্কত,গাদোয়াল,পাটোলা,পচমপল্লী,পৈঠানি,স্বর্ণচরি, বালুচরি,কাঞ্চিপুরম,কাঞ্জিভরম। অবশ্যই কোনও প্রতিষ্ঠিত দোকান থেকে কিনুন শাড়ি। নয়ত ঠকে যাবার সম্ভাবনা।