West Bengal College Service Commission: রবিবার সেট, টোকাটুকি রুখতে আগাম সতর্ক CSC কর্তৃপক্ষ
College Service Commission: পরীক্ষা শুরুর পর আর কাউকেই দেওয়া হবে না হলে প্রবেশের অনুমতি, খবর সূত্রের। দুর্নীতির আবহে পরীক্ষা। এমতাবস্থায় আগাম সতর্ক CSC কর্তৃপক্ষ।
কলকাতা: আগামিকাল রাজ্যে সেট। বিশেষ সতর্কতা আগেই অবলম্বন করেছে কলেজ সার্ভিস কমিশন। পরীক্ষা পরিচালনার জন্য জেলাশাসকদের চিঠি দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রের নিকটবর্তী থানাগুলোতে।
নিয়োগ দুর্নীতি ঘিরে তপ্ত রাজ্য-রাজনীতি। দুর্নীতির তদন্ত চলছে জোরকদমে, উঠে আসছে একের পর এক নাম। এহেন পরিস্থিতিতে রাজ্যে সেট, প্রত্যেক জেলায় একজিকিউটিভি অফিসার হিসেবে দায়িত্ব পাবেন ওই জেলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরীক্ষা শুরুর পর আর কাউকেই দেওয়া হবে না হলে প্রবেশের অনুমতি, খবর সূত্রের। দুর্নীতির আবহে পরীক্ষা। এমতাবস্থায় আগাম সতর্ক CSC কর্তৃপক্ষ। প্রাইমারি টেটে পরীক্ষাকেন্দ্র নিয়ে বারংবার সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা, সেটের ক্ষেত্রেও যাতে একই সমস্যার সম্মুখীন না হন পরীক্ষার্থীরা, তার জন্য গড়া হয়েছে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেশন কমিটি। পরীক্ষার দায়িত্বে থাকা অফিসার ছাড়া মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন হলের ভিতরে থাকা অন্য কেউই, পাশাপাশি হলে প্রবেশ করা যাবে না ব্যাগ নিয়ে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা আগেই প্রকাশ করেছে কমিশন। যদিও প্রশ্ন একটাই, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা সম্ভব হবে? এই পরীক্ষা যে এই মুহূর্তে সরকারের কাছেও কার্যত মুখরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে, তা একবাক্যে মেনে নিচ্ছেন শিক্ষাবিদরাই।