Gangasagar Mela: আকাশ থেকে নজর রাখা হবে গঙ্গাসাগরের মেলায়!

|

Jan 05, 2026 | 5:45 PM

Mamata Banerjee in Gangasagar Mela: সোমবার এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে নিজের 'স্বপ্নের প্রকল্প' গঙ্গাসাগর সেতুর শিলান্য়াস করেছেন তিনি। কিন্তু চলতি বছর গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে কী ভাবছে প্রশাসন? জানা গিয়েছে, এবার সাগরের মেলায় নিরাপত্তা প্রদান করবে ইসরো।

হাতে আর কয়েকদিন। আগামী আট জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। যা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। সোমবার এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে নিজের ‘স্বপ্নের প্রকল্প’ গঙ্গাসাগর সেতুর শিলান্য়াস করেছেন তিনি।

কিন্তু চলতি বছর গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে কী ভাবছে প্রশাসন? জানা গিয়েছে, এবার সাগরের মেলায় নিরাপত্তা প্রদান করবে ইসরো। দেশের একমাত্র মহাকাশ গবেষণা কেন্দ্রের হাতে তৈরি স্য়াটেলাইট এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেমের ব্যবহার করে দেওয়া হবে নিরাপত্তা। শুধু তা-ই নয়, সতর্ক থাকবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা আইবিও।