কল্যাণকে আর রেয়াত নয়! চরম নির্দেশ দিলেন রাজ্যপাল
Kalyan Banerjee-CV Ananda Bose: শনিবারই রাজ্যপালকে আক্রমণ করে কল্য়াণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজভবনে বন্দুক-অস্ত্রশস্ত্রের ভাণ্ডার রয়েছে। রাজ্যপাল তা বিতরণ করেন আর বলেন তৃণমূলকে মেরে আসতে। এরপর রবিবার ১০০ জনের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হয়।
একের পর এক আলটপকা মন্তব্য। রাজ্যপালকেও ছাড়েননি তৃণমূল কংগ্রেস সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা জবাব। কল্যাণের বিরুদ্ধে এফআইআর করবে রাজভবন। এফআইআর করার নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদি এফআইআর না করা হয়, তাহলে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল।
শনিবারই রাজ্যপালকে আক্রমণ করে কল্য়াণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজভবনে বন্দুক-অস্ত্রশস্ত্রের ভাণ্ডার রয়েছে। রাজ্যপাল তা বিতরণ করেন আর বলেন তৃণমূলকে মেরে আসতে। এরপর রবিবার ১০০ জনের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হয়। খতিয়ে দেখতে বলা হয় যে কোথাও কোনও অস্ত্র আছে কি না।
Latest Videos
ইউনূসের উপর ক্ষোভ বাড়ছে বাংলাদেশেই, কী পরিণতি হতে চলেছে?
৭৭৮ মাইক্রো অবজার্ভারকে শোকজ, কেন কড়া কমিশন?
২ পুত্র, মা, বোনকে হিয়ারিংয়ে ডাক, তৃণমূল সাংসদ কাকলি বললেন...
রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের, কী হবে এবার?
