Job Vacancy: রাজ্যের স্বাস্থ্য দফতরে নিয়োগের সম্ভাবনা, কীভাবে করবেন আবেদন?

Job Vacancy: রাজ্যের স্বাস্থ্য দফতরে নিয়োগের সম্ভাবনা, কীভাবে করবেন আবেদন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 16, 2023 | 7:43 PM

রাজ্যের স্বাস্থ্য দফতরে এবার বড় নিয়োগের খবর। একাধিক ক্ষেত্রে নিয়োগ করবে রাজ্য সরকার। কী কী প্রয়োজন, কীভাবেই বা করবেন আবেদন, দেখে নিন।

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। রাজ্য়ের স্বাস্থ্য দফতরে একাধিক পদে কর্মী নিয়োগ। ডেন্টাল সার্জেন,আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ৩১ মার্চের মধ্যে আবেদন করুন। ১৪৮ টি পদে নিয়োগ করা হচ্ছে। ৪৪টি ডেন্টাল সার্জেন,৬৬টি ডেন্টাল সার্জেন ও ক্লিনিক্যাল টিউটর,৩টি সিনিয়র কেমিস্ট,৩৫ টি পদে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগ হবে। অনলাইনে ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন। এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীদের। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ১৭ মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।