Silicosis: সিলিকোসিসে আক্রান্ত এই রাজ্যের প্রায় কয়েক লক্ষ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Feb 11, 2023 | 12:56 PM

উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও দেগঙ্গার বহু গ্রামে সিলিকোসিস রোগী ঘরে ঘরে। আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েক জনের। এখনও অনেক সিলিকোসিস আক্রান্ত রয়েছেন। কারও কারও অবস্থা বেশ খারাপ

মিনাখাঁ ও দেগঙ্গা: সরকারি মতে পশ্চিমবঙ্গে সিলিকোসিস আক্রান্ত ৩৩ কিন্তু TV9 বাংলার অন্তর্তদন্তে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য এই রাজ্যের ৩৯টি ব্লকে সিলিকোসিসে আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ। তবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনও সরকারি পরিসংখ্যান নেই। চিকিৎসকদের মতে, যে কোনও ধরনের খনি,পাথরখাদান, ক্রাশার, সিমেন্ট, নির্মাণ শিল্প, ঘরবাড়ি ভাঙা, ইটভাটার কাজে যাঁরা যুক্ত, তাঁদের সিলিকোসিস হতে পারে। আক্রান্ত হতে পারেন পরিবহণ ও রঙ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরাও। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও দেগঙ্গার বহু গ্রামে সিলিকোসিস রোগী ঘরে ঘরে। আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েক জনের। এখনও অনেক সিলিকোসিস আক্রান্ত রয়েছেন। কারও কারও অবস্থা বেশ খারাপ। জোটে না আবাস যোজনায় ঘর, মেলেনা একশো দিনের কাজ। সরকারি সুবিধা যাতে না-দিতে হয়, তার জন্য অনেক সময় সিলিকোসিস নামটাই প্রেসক্রিপশনে লেখা হয় না বলে অভিযোগ। সত্যিই কী হাল আক্রান্ত বা তাঁদের স্বজনের? খাদান ও গ্রামে ঘুরে তৈরি TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘মৃত্যুর সঙ্গে ঘর-দুয়ার’। দেখুন রবিবার, ১২ ফেব্রুয়ারি রাত ১০টায়।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla