AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলা পাচ্ছে তিনটি নতুন রেলপথ, কোন কোন রুটে সুবিধা হবে?

বাংলা পাচ্ছে তিনটি নতুন রেলপথ, কোন কোন রুটে সুবিধা হবে?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Jan 29, 2026 | 2:50 PM

Share

New Rail Line: পশ্চিমবঙ্গ থেকে চালু হয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। শিয়ালদহ থেকে অমৃত ভারত ট্রেনও চালু হয়েছে সদ্য। একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভোটের আগে বাংলায় একাধিক নতুন রেললাইনের সূচনা হচ্ছে।

পশ্চিমবঙ্গে মোট ১৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি নতুন রেললাইন প্রকল্পের সার্ভে শুরু হতে চলেছে। তৈরি হচ্ছে নতুন তিনটি রেল প্রকল্প।

সিউড়ি থেকে নালা (ভায়া রাজনগর ও বক্রেশ্বর ধাম) – ৭৩ কিমি

প্রস্তাবিত এই রেল লাইনটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি ও ঝাড়খণ্ডের জামতারা জেলার নালার মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করবে। এই রুটে রাজনগরের মতো ব্লক এবং তীর্থক্ষেত্র তথা পর্যটন কেন্দ্র বক্রেশ্বর ধাম অন্তর্ভুক্ত থাকবে।

আরামবাগ-খানাকুল (২৭ কিমি)

পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগরে অবস্থিত খানাকুল গ্রামটি বিশিষ্ট সমাজসংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মস্থান হিসেবে সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বর্তমানে আরামবাগ ও খানাকুলের মধ্যে যোগাযোগ মূলত সড়কপথ নির্ভর।

রসুলপুর–জঙ্গলপাড়া (৭৮ কিমি)

ইঞ্জিন রিভার্সাল এড়ানোর জন্য রসুলপুর (মেইন লাইন) থেকে পাল্লা রোড (কর্ড লাইন) পর্যন্ত একটি নতুন বাইপাস রেললাইনের জন্য চূড়ান্ত লোকেশন সার্ভে অনুমোদন করা হয়েছে। মশাগ্রামে সমতল ক্রসিং এড়াতে হাওড়া–বর্ধমান কর্ড লাইনের (ডাউন HBC) সঙ্গে মশাগ্রাম–বাঁকুড়া লাইনের সংযোগের জন্য একটি ডাউন রেল ওভার রেল ব্রিজ (ROR) নির্মাণেরও প্রস্তাব রয়েছে।