Whatsapp Features: ফোন নম্বর না দিয়ে আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়?

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Mar 14, 2023 | 7:39 PM

Whatsapp Features: ফোন নম্বর না দিয়ে আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়?

ফোন নম্বর না দিয়ে আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় নাকি? না,সত্যিই ফোন নম্বর না দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় না। তার মানে তো এই নয় যে,আপনার নম্বরটাই দিতে হবে আপনাকে WhatsApp করার জন্য। অনেকেই আছেন,যাঁরা হোয়াটসঅ্যাপে দৃশ্যমান থাকতে চান। কিন্তু ফোন নম্বর শেয়ার করার বিষয়টা তাঁদের কাছে অস্বস্তিকর। এমনটাও তো হতে পারে যে,আপনি অনলাইন গোপনীয়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একটা WhatsApp অ্যাকাউন্টে রেজিস্টার করার জন্য ফোন নম্বর দরকার ঠিকই। এখন সেই নম্বর তো আপনার কোনও অস্থায়ী বা ভিন্ন কোনও নম্বরও হতে পারে। আপনি যদি আপনার পুরনো নম্বরটা সরিয়ে দিতে চান,তাহলে তো একটা নতুন নম্বরও দিতে হবে। হোয়াটসঅ্যাপের কাছে এমন কোনও অপশন নেই যা আপনার ফোন নম্বরটা লুকিয়ে রাখতে দেবে। এখন সেই নতুন নম্বর যদি আপনার কোনও ল্যান্ডলাইন নম্বর হয়,তাহলে কেমন হয়? হ্যাঁ, ল্যান্ডলাইন নম্বর দিয়েও আপনি WhatsApp করতে পারেন। WhatsApp ডাউনলোড করার পর অ্যান্ড্রয়েড বা আইফোনে তা লঞ্চ করুন। পরবর্তী ধাপে যেতে ‘Continue’ করুন। ভেরিফিকেশনের জন্য আপনার ল্যান্ডলাইন নম্বর দিয়ে দিন এবং ‘Next’ অপশনে ক্লিক করুন। নম্বরটি Verify করুন এবং তারপরে ‘OK’ অপশনে ক্লিক করুন। এবার আপনি একটি ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন অ্যাপের তরফ থেকে। এবার আপনাকে একটু অপেক্ষা করে ‘Call Me’ অপশনে প্রেস করতে হবে। তার কারণ,আপনার ল্যান্ডলাইন তো আর আপনার হয়ে কল রিসিভ করতে পারবে না। ল্যান্ডলাইন নম্বরে যাওয়ার কলটা রিসিভ করার আগে আপনাকে ভেরিফিকেশন কোডটি একবার দেখে নিতে হবে। WhatsApp চালু করার আগে ওই কোডটি বসিয়ে দিতে হবে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla