Teachers on Hunger Strike: আমরা দোষ করিনি, নির্দোষকে সাজা দেওয়া হবে?: অনশনরত চাকরিহারা
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা। বহুদিন ধরে রাস্তায় আন্দোলন চালিয়ে যাওয়ার পরেও কোনও সমাধান না মেলায় এবার চূড়ান্ত পদক্ষেপ নিলেন তাঁরা। সোমবার মধ্যরাত থেকে আমরণ অনশনে বসেছেন এসএসসি মামলায় চাকরিচ্যুত ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। আন্দোলনকারীদের সংগঠন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ জানিয়েছে, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বারবার আলোচনার পরেও কোনও রফাসূত্র বেরোয়নি, তাই বাধ্য হয়েই অনশন […]
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা। বহুদিন ধরে রাস্তায় আন্দোলন চালিয়ে যাওয়ার পরেও কোনও সমাধান না মেলায় এবার চূড়ান্ত পদক্ষেপ নিলেন তাঁরা। সোমবার মধ্যরাত থেকে আমরণ অনশনে বসেছেন এসএসসি মামলায় চাকরিচ্যুত ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। আন্দোলনকারীদের সংগঠন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ জানিয়েছে, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বারবার আলোচনার পরেও কোনও রফাসূত্র বেরোয়নি, তাই বাধ্য হয়েই অনশন শুরু করা হয়েছে।
তাঁদের দাবি—রিভিউ ও কিউরেটিভ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কোনও ফর্ম ফিলআপ বা পরীক্ষা গ্রহণ করা চলবে না। ওএমআর শিট ও প্রার্থী তালিকার ‘মিরর ইমেজ’ প্রকাশ করতে হবে, প্যানেলের মাধ্যমে ফের যাচাই করে যোগ্যদের নাম প্রকাশ করতে হবে এবং সরকারি স্বীকৃতি দিতে হবে।
অনশনরত চাকরিহারারা বলছেন, “পরীক্ষার আলোচনা কেন আসছে, পরীক্ষার আলোচনায় যাব কেন?”
আর কী বলছেন তাঁরা? দেখুন ভিডিয়ো।