Bus Union, Dhakuria: একুশে ধর্মতলায় না যাওয়ায় বাস ইউনিয়ন যা সিদ্ধান্ত নিল…
একুশে জুলাইকে কেন্দ্র করে এবার নেতায়-নেতায় দ্বন্দ্বে ধাক্কা খেল ৩৭ নম্বর রুটের বাস পরিষেবা। ঢাকুরিয়া ব্রিজের নিচে সারি দিয়ে দাঁড়িয়ে বাস, আর সাধারণ যাত্রীদের কপালে চড়েছে ভোগান্তির ভাঁজ। অভিযোগ, ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও INTTUC সভানেত্রী মৌসুমী দাস একুশে জুলাইয়ের জন্য পাঁচটি বাস বরাদ্দ করলেও রুটের আরও ২৭টি বাস অন্য তৃণমূল নেতাদের অনুগামীদের সঙ্গে সভায় […]
একুশে জুলাইকে কেন্দ্র করে এবার নেতায়-নেতায় দ্বন্দ্বে ধাক্কা খেল ৩৭ নম্বর রুটের বাস পরিষেবা। ঢাকুরিয়া ব্রিজের নিচে সারি দিয়ে দাঁড়িয়ে বাস, আর সাধারণ যাত্রীদের কপালে চড়েছে ভোগান্তির ভাঁজ। অভিযোগ, ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও INTTUC সভানেত্রী মৌসুমী দাস একুশে জুলাইয়ের জন্য পাঁচটি বাস বরাদ্দ করলেও রুটের আরও ২৭টি বাস অন্য তৃণমূল নেতাদের অনুগামীদের সঙ্গে সভায় চলে যায়। এতে নাকি চটে গিয়ে ওই ২৭টি বাসের চালক-হেলপার-স্টাফ মিলিয়ে প্রায় ৫০ জনকে সাসপেন্ড করেন মৌসুমী।
এর প্রতিবাদে আজ সকাল থেকেই বন্ধ বাস চলাচল। বাস মালিক সংগঠনের দাবি, পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে নিজেরাই পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে INTTUC-র দাবি, তারা কোনও সাসপেনশন করেনি, সব দোষ মালিকদের। কে ঠিক আর কে ভুল—সেই তর্ক চলছেই, আর ততক্ষণে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে।
আর কী বলছেন তাঁরা? দেখুন ভিডিয়ো।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

