WITT: আর্থিক ভাবে পিছিয়ে থাকা কোনও পরিবারে প্রতিভা থাকলেও সাহস করে এগিয়ে আসত না, এখন কিন্তু তাঁদের ভাবতে হয় না: অনুরাগ ঠাকুর

WITT: আর্থিক ভাবে পিছিয়ে থাকা কোনও পরিবারে প্রতিভা থাকলেও সাহস করে এগিয়ে আসত না, এখন কিন্তু তাঁদের ভাবতে হয় না: অনুরাগ ঠাকুর

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Feb 25, 2024 | 6:22 PM

WITT: ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপের কথাই বলুন, কিংবা সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিস্থিতি। তখন টাকা ছিল না। পরবর্তীতে সেই জায়গা তৈরি করেছে BCCI। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ক্রীড়াক্ষেত্রে বাজেট অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী বলে থাকেন-খেলোগে, তো খিলোগে: কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর

১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপের কথাই বলুন, কিংবা সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিস্থিতি। তখন টাকা ছিল না। পরবর্তীতে সেই জায়গা তৈরি করেছে BCCI। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ক্রীড়াক্ষেত্রে বাজেট অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী বলে থাকেন-খেলোগে, তো খিলোগে। এখন আর উঠতি খেলোয়াড়দের ভাবতে হয় না, পরিকাঠামো কীভাবে আসবে। প্রতিটি ক্রীড়াবিদদের এটাই বলে থাকি, নিজেদের ভূমিকাটুকু পালন করুন, বাকিটা আমরা দেখে নেব… একটা সময় আর্থিক ভাবে পিছিয়ে থাকা কোনও পরিবারের কারও মধ্যে প্রতিভা থাকলেও সাহস করে এগিয়ে আসতে পারত না। কোথা থেকে আসবে খেলাধুলোর খরচ, এই ভাবনা থেকেই পিছিয়ে পড়তেন তাঁরা। এখন কিন্তু তাঁদের সেটা ভাবতে হয় না: কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর

Published on: Feb 25, 2024 06:19 PM