Arjun Singh News: রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য সাংসদ অর্জুন সিংয়ের
বাংলায় কবে বোমা ছিল না সিপিএমের সময় ছিল এখনও আছে , বোমা সব থেকে সহজ সস্তার জিনিস ,প্রচন্ড রোদে বোমা বিস্ফোরণ হচ্ছে: অর্জুন সিং
রাজ্যে লাগাতার বোমা বিস্ফোরোনের ঘটনার ব্যাখ্যা দিয়ে গিয়ে প্রচন্ড গরমকেই দায়ী করেছিলেন সাংসদ সৌগত রায় l এবার সৌগত রায়ের সুরেই বোমা ফাটার তত্ত্ব দিলেন আরেক সাংসদ l সদ্য বনগাঁয় শৌচাগারে বোমা বিস্ফোরণ ঘটে এক ১২ বছরের বালকের মৃত্যু হয় l আর এবার বোমা ফাটার তত্ত্ব নিয়ে সাংসদ অর্জুন সিংহ বলেন “বাংলায় কবে বোমা ছিল না সিপিএমের সময় ছিল এখনও আছে , বোমা সব থেকে সহজ সস্তার জিনিস ,প্রচন্ড রোদে বোমা বিস্ফোরণ হচ্ছে।” কার্যত বোমা বিস্ফোরণ নিয়ে সাংসদ অর্জুন সিংহ সৌগত রায়ের সুরেই সুর চড়ালেন l
Latest Videos
Latest News