Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singer Iman Chakraborty: ‘দয়া করে অন্য কিছু ভাববেন না’, কেন বললেন ইমন?

Singer Iman Chakraborty: ‘দয়া করে অন্য কিছু ভাববেন না’, কেন বললেন ইমন?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 15, 2023 | 9:58 PM

Tollywood: ফেসবুকে ইমন লিখেছিলেন, “আর বিলম্ব না, না।” আর তাতেই একটা বড় অংশ ভেবে ফেলেন, মা হতে চলেছেন ইমন। যদিও এই ভ্রান্ত ধারণা পরিষ্কার করে ইমন লেখেন, “বন্ধুগণ আমি গানের কথা বলছিলাম। অন্য ভাল কোনও খবর হলে আমরা নিজেরাই জানাব। দয়া করে অন্য কিছু ভাববেন না।”

টিআরপিতে এগিয়ে কে?
আরও একটা বৃহস্পতিবার। আরও একবার টিআরপির ফলাফল। এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’। আর তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’।

শেষবেলায় ‘মিঠাই’ কত?
শেষবেলায় বাড়ল মিঠাইয়ের নম্বর। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ২.৬। কিন্তু বিদায়বেলায় তা পয়েন্ট ওয়ান বেড়ে দাঁড়াল ২.৭-এ। যদিও ভক্তদের মন খারাপ। আর যে টেলিভিশনের পর্দায় দেখা যাবে না প্রিয় জুটিকে।

‘মেয়েবেলা’র শেষ নিয়ে কী বলছেন রূপা?
শেষ হচ্ছে ‘মেয়েবেলা’। রূপা গঙ্গোপাধ্যায় ‘মেয়েবেলা’ ছাড়ার পর কিছু দিনের মধ্যেই এই ধারাবাহিকের বিদায় ঘণ্টা বেজে গেল। কী বলছেন রূপা এই নিয়ে? তিনি জানান, তিনি কিছু বলতে চান না। সে সময় যা ঠিক মনে হয়েছিল তাই-ই করেছিলেন।

মা হচ্ছেন ইমন?
ফেসবুকে ইমন লিখেছিলেন, “আর বিলম্ব না, না।” আর তাতেই একটা বড় অংশ ভেবে ফেলেন, মা হতে চলেছেন ইমন। যদিও এই ভ্রান্ত ধারণা পরিষ্কার করে ইমন লেখেন, “বন্ধুগণ আমি গানের কথা বলছিলাম। অন্য ভাল কোনও খবর হলে আমরা নিজেরাই জানাব। দয়া করে অন্য কিছু ভাববেন না।”

হনিমুনে গেলেন আশিস
অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়ার সঙ্গে ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে অসমের মেয়ে রূপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিস বিদ্যার্থী। এবার পাড়ি দিলেন হানিমুনে। ছবি শেয়ার করলেন ট্রিপ থেকে। হাসি লেগে ২জনের মুখে।

আদৃতের ভক্তের পোস্ট
সদ্য পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন আদৃত রায়। সেখানেই দেখা হয় তাঁর এক ভক্তের সঙ্গে। স্বামী, কন্যা নিয়ে পাহাড়ে গিয়েছিলেন দেবলীনা হালদার সরকার। সেখানেই পছন্দের হিরোকে দেখে ছবি তোলার সুযোগ ছাড়েননি ওই অনুরাগী। মুহূর্তেই ভাইরাল হল সেই পোস্ট।

ভুয়ো খবরে জেরবার
জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন? এমনই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে লিখলেন স্বয়ং জয়জিৎ, “তাহলে কি আমি ভূত? এই খবর যে করেছে, তাঁর ঘাড় মটকাবো আমি। আচ্ছা এটা দেখালে কি ইনশিয়োরেন্সগুলো ম্যাচিওর করবে?”

চর্চায় নভ্যা-সিদ্ধান্ত
অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা, এমনটাই জল্পনা কয়েকদিন ধরে তুঙ্গে। এরই মাঝে মুম্বইয়ে লেন্সবন্দি হলেন জুটি। সিনেমা দেখতে গিয়েছিলেন বলেই সোশ্যাল মিডিয়া সূত্রে খবর। যদিও সম্পর্ক কিংবা ডেটিং নিয়ে বিন্দুমাত্র মুখ খোলেননি এই জুটি।

সুস্মিতাকে নিয়ে মুখ খুললেন রহমান
সুস্মিতা সেনকে নিয়ে প্রথম মুখ খুললেন তাঁর প্রেমিক রহমান শল। তিনি বলেন, “সুস্মিতার পাশে থাকাটাই অনেকটা পাওয়া। আমাদের একসঙ্গে খুব ভাল লাগে সেটা নিয়ে ভাবি না। মানুষ যা বলার বলবেই। এটা তাঁদের ব্যপার। কাউকে উত্তর দিতে হবে না।”