Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাখীর দিনে কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী

রাখীর দিনে কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 20, 2024 | 12:24 AM

বিতর্ক, বিচ্ছেদ, প্রেম, বন্ধুত্ব—তাঁদের সম্পর্ক শুরু হওয়ার পর এমন অনেক শব্দ শোনা গিয়েছিল। তাঁরা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ২০২৪ সালের মার্চ মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকেও তাঁদের নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সোমবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঞ্চন-শ্রীময়ী। রাখী উত্‍সবের দিন কাঞ্চনের সঙ্গে ১২ বছরের বন্ধুত্ব উদযাপন করলেন শ্রীময়ী। ১২ বছর পুরনো সেই ছবি পোস্ট করেছেন শ্রীময়ী।

শ্রীময়ী কাঞ্চনের বন্ধুত্বের এক যুগ

বিতর্ক, বিচ্ছেদ, প্রেম, বন্ধুত্ব—তাঁদের সম্পর্ক শুরু হওয়ার পর এমন অনেক শব্দ শোনা গিয়েছিল। তাঁরা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ২০২৪ সালের মার্চ মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকেও তাঁদের নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সোমবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঞ্চন-শ্রীময়ী। রাখী উত্‍সবের দিন কাঞ্চনের সঙ্গে ১২ বছরের বন্ধুত্ব উদযাপন করলেন শ্রীময়ী। ১২ বছর পুরনো সেই ছবি পোস্ট করেছেন শ্রীময়ী।

সঙ্গীত শিল্পীদের মিছিল
তিলোত্তমার বিচার চেয়ে সোমবার পথে নামলেন কলকাতার সঙ্গীত শিল্পীরা। পায়ে পা মেলালেন ইমন চক্রবর্তী থেকে শুরু করে মনোময় ভট্টাচার্য, রূপম ইসলাম থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র, ধরলেন গান, ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’।

সরব ইমন
আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব হতে পথে নেমেছেন ইমন চক্রবর্তী। আর ঠিক তার আগেই সোশ্যাল মিডিয়ায় করেন ইঙ্গিতবহ পোস্ট। সঙ্গীত শিল্পীদের কটাক্ষ করতেই মুখ খোলেন গায়িকা, বললেন, ‘গান গাইতে গাইতে আমরা হাঁটবো …. তোমরা এস। আর যাঁরা চাইছেন না এটা হোক তাঁদের আমি অনুরোধ করবো ব্যক্তিগত আক্রমণ পরে করবেন, এখন সময় না এটা করার ।’

আবেগঘন ঋতুপর্ণা
তিলোত্তমার বিচার চেয়ে শঙ্খ বাজিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তারপরই হয়ে হয় চরম ট্রোল্ড। আর তাতেই মুখ খুললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তারই প্রতিবাদে এবার লিখলেন, আমারও একটা মেয়ে আছে, এমন এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শঙ্খ বাজানোয় কোনও নাটক হতে পারে না।

টলিউডের পোশাক শিল্পীকে পুলিশের মার
আরজি কর ঘটনার প্রতিবাদ জারি। এই ঘটনার প্রতিবাদে রবিবার বাতিল করা হয় ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বির ম্যাচ। এ দিন রাতে বিক্ষুব্ধ জনতার উপর লাঠি চালায় কলকাতা পুলিশ। এ দিন সেই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছিল টলিপাড়ার জনপ্রিয় পোশাক শিল্পী সন্দীপ জয়সওয়াল। তাঁর ডিজাইন করা পোশাকে দেখা গিয়েছেন টলিউডের একগুচ্ছ নায়িকাদের। যুবভারতীর সামনে পুলিশের লাঠির মার খেতে হয় তাঁকে। গুরুতর জখম হয়েছেন তিনি।

মেগা মাস্টারস্ট্রোক শুভশ্রীর
তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেয়েদের রাত-দখলের আয়োজনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। হেঁটেছিলেন পায়ে-পা মিলিয়ে। গতকাল অর্থাৎ রবিবার টলিউড থেকে যে মিছিলের আয়োজন হয়েছিল সেই মিছিলেও পা মেলাতে দেখা যায় তাঁকে। এবার সামাজিক মাধ্যমে গর্জে উঠলেন শুভশ্রী। লিখলেন প্রতিবাদী এক কবিতা

মেয়ের নাম কী?
অশান্ত সময়ে জন্মেছে রাহুল ও প্রীতির একরত্তি মেয়ে। নাম কী রাখা হল তার? রাহুলের কথায়, “এখনও পর্যন্ত ঠিক করিনি ভাল নাম কী হবে। আমি কিটি বলে ডাকছি। আগামী দুই একদিনের মধ্যেই কিছু একটা ভাবব।” অশান্ত সময়ের প্রভাব কি থাকবে নামের মধ্যে? তিনি যোগ করেন, “সেরকম কিছু তো ভাবিনি। তবে হতেও পারে। দেখা যাক।”

‘অস্বস্তি হচ্ছিল’
বছর চারেক আগে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রূপাঞ্জনা মিত্র। আরজি কর কাণ্ডের প্রতিবাদে নির্যাতিতার বিচার চেয়ে সেই অরিন্দমের সঙ্গে এক মিছিলেন পা মিলিয়েছিলেন রূপাঞ্জনা। তাঁর কথায়, “অস্বস্তি হয়েছে। তবে কিছু তো করার নেই। আমার হাসি পাচ্ছিল তাঁকে ওই মিছিলে দেখে।”

গুরুতর অসুস্থ শুভশ্রীর দিদি

গুরুতর অসুস্থ অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক দিন হল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে তাঁর অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি। হারনিয়ার ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে সোমবার হয়েছে অস্ত্রোপচার। এখন তিনি অনেকটাই ভাল আছেন। গত দুদিন ধরে হাসপাতালেই রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবি।