‘আমাকে পাশের বাড়ির বৌদি সেদিন বলেন…’, সভার মাঝেই হঠাৎ কোন ট্র্যাকে চলে গেলেন সুকান্ত?
"সেদিন দেখি আর কেউ সিরিয়াল দেখছেন না। সবাই টিভি চালিয়ে খবর দেখছেন। আমি আমার পাশের বাড়ির বৌদিকে জিজ্ঞাসা করলাম, আজকে সিরিয়াল ছেড়ে খবর দেখছেন। তিনি বললেন, আরে ভাই, সিরিয়ালে তো দুটো করে বউ থাকে, পার্থ চট্টোপাধ্যায়ের তো চারটে বান্ধবী পাওয়া গিয়েছে। তাই সিরিয়াল ছেড়ে খবর দেখছি।"
পুরুলিয়ার বান্দোয়ানে সংকল্প যাত্রায় সুকান্ত মজুমদার। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়ে ফের খোঁচা দেন তিনি। ঠিক কী বললেন, দেখুন:
সুকান্ত: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, মনে আছে? টাকা গুনতে গুনতে মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছিল। ৫১ কোটি টাকা। প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়। আমাদের পাড়ার সব মাসিমা, বৌদিরা সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখেন। সেদিন দেখি আর কেউ সিরিয়াল দেখছেন না। সবাই টিভি চালিয়ে খবর দেখছেন। আমি আমার পাশের বাড়ির বৌদিকে জিজ্ঞাসা করলাম, আজকে সিরিয়াল ছেড়ে খবর দেখছেন। তিনি বললেন, আরে ভাই, সিরিয়ালে তো দুটো করে বউ থাকে, পার্থ চট্টোপাধ্যায়ের তো চারটে বান্ধবী পাওয়া গিয়েছে। তাই সিরিয়াল ছেড়ে খবর দেখছি।

