Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lake Nyos Disaster: এই হ্রদ কেড়ে নিল ১৮০০টি প্রাণ!

Lake Nyos Disaster: এই হ্রদ কেড়ে নিল ১৮০০টি প্রাণ!

আসাদ মল্লিক

|

Updated on: May 31, 2023 | 11:42 AM

Lake: লোয়ার নিওস গ্রামে একটি ঘটনা ঘটে। সেই গ্রামে ভেসে উঠছিল একের পর এক মৃতদেহ। খুব কম মানুষই বেঁচে ফিরে ছিল সেই গ্রামে। ১৯৮৪ সালে এক বৃদ্ধ,অব্দ এনকানজউওনে বাইক চালাচ্ছিলেন।

লোয়ার নিওস গ্রামে একটি ঘটনা ঘটে। সেই গ্রামে ভেসে উঠছিল একের পর এক মৃতদেহ। খুব কম মানুষই বেঁচে ফিরে ছিল সেই গ্রামে। ১৯৮৪ সালে এক বৃদ্ধ,অব্দ এনকানজউওনে বাইক চালাচ্ছিলেন। ক্যামেরুনের একটি লেকের পাশে ট্রাক দাঁড়িয়ে ছিল। সেখানে রাখা ছিল একাধিক মৃতদেহ। তাঁর চারিদিকে সব গাড়িতে ছিল মৃতদেহ ভর্তি। অনেকে ভেবেছিলেন রাজনৈতিক গণহত্যা কারণে এি ঘটনা ঘটেছে। মার্কিন দূতাবাস যান সেখানে খবরের কারণ জানতে। লেকের নিচে পাওয়া গেছে অনেক কার্বন-ডাই-অক্সাইড। ১৯৮৬ সালে আবার একটি ঘটনা ঘটে। নিওস হ্রদে মৃতদেহ পাওয়া যায় ১৮০০ টি। ১৮০০ টি মানুষ ছাড়াও মারা যায় ৩০০০ টি গবাদি পশু। চারিদিকে যেন মৃত্যুর মিছিলে পরিণক হয়েছিল। অনেক গবেষণার করে জানা যায় মৃত্যুর কারণ। মৃত্যু কারণে আছে হ্রদ নিওস। এটি একটি ঘুমন্ত আগ্নেয়গিরি ছিল। গিরিমালার নিচে ছিল একটি লাভার বড় প্রকোষ্ঠ। সেখান থেকে গ্যাস বেড়ায় কখনও কখনও। সেই হ্রদগুলির ওপর একটি ছিল আচ্ছাদন উষ্ণ জলের । কিন্তু সেই আচ্ছাদন ভেঙে যায়। সেখান থেকে বিষাক্ত গ্যাস বেড়াতে শুরু করে। সেই গ্যাস নিওসের গ্রামে ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যেই ১৮০০ জন মানুষ মারা যায়। মারা যায় ৩০০০ টি গবাদি পশুরও।