Ranveer-Deepika Relationship: হঠাৎ হাত ছাড়াছাড়ি, কী হল দীপিকা-রণবীরের?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Updated on: Mar 27, 2023 | 5:53 PM

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন,বলিউডের অন্যতম জুটি,যাঁদের উপস্থিতিতে ভক্তদের মনে ঝড় উঠে। তাঁদের প্রেম রেখে ঢেকে নয়। রণবীর ঠিক কতটা ভালবাসে দীপিকাকে তার প্রমাণ প্রকাশ্যেই উঠে এসেছে বারে বারে।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন,বলিউডের অন্যতম জুটি,যাঁদের উপস্থিতিতে ভক্তদের মনে ঝড় উঠে। তাঁদের প্রেম রেখে ঢেকে নয়। রণবীর ঠিক কতটা ভালবাসে দীপিকাকে তার প্রমাণ প্রকাশ্যেই উঠে এসেছে বারে বারে। প্রকাশ্যে একাধিকবার প্রেম নিবেদনও করতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর থেকে ছবিটা ভীষণ রঙিন হয়ে ওঠে। কখনও দেখা যায় দীপিকার পোশাক হাতে ধরে হাঁটছেন তিনি। আবার দেখা যায় স্ত্রীর হাত চেপে ধরে ইভেন্টে ঢুকছেন রণবীর। ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তবে তাঁদের সম্পর্ক নিয়ে এই ৫ বছরে প্রশ্ন কোনওদিন ওঠেনি। এবার তেমনটাই ঘটল। রণবীর সিং-এর সঙ্গে এ কেমন ব্যবহার করলেন দীপিকা পাড়ুকোন। ঝড়ের গতিতে ভাইরাল হয় খবর। সম্প্রতি এক গালা পার্টিতে উপস্থিত হন জুটি। গাড়িতে ছিলেন দীপিকা। আগে নেমে অপেক্ষায় ছিলেন রণবীর সিং। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে নামেন দীপিকা পাড়ুকোন। শাড়িটা ঠিক করে নিচ্ছিলেন তিনি এবং হাঁটা শুরু করেন। স্বভাব বশতই স্ত্রীর দিতে হাত বাড়িয়ে দেন রণবীর। কিন্তু লাভের লাভ কিছুই হল না। হাতটা দেখেও কিছুই করলেন না দীপিকা। অবশেষে হাতটা সরিয়ে নিয়ে একাই হাঁটতে শুরু করেন অভিনেতা। ভক্তরা ভিডিয়ো দেখে চমকে ওঠেন। কেউ লিখলেন’আবার একটা ডিভোর্সের খবর শুনতে চাই না’।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla