WITT 2024: ব্যাঙ্কিং ক্ষেত্রে সাইবার প্রতারণার সঙ্গে কীভাবে লড়াই, জানালেন BharatPe কর্তা

গত কয়েক বছরে ব্যাঙ্কিং এবং তার ধরনে এসেছে ব্যাপক পরিবর্তন। খাতায় কলমে লেখা ব্যাঙ্কিং সিস্টেম আজ ডিজিটালাইসড। কেমন এই পরিবর্তন? ঝুঁকির মাত্রাটাও বা কীরকম?

WITT 2024: ব্যাঙ্কিং ক্ষেত্রে সাইবার প্রতারণার সঙ্গে কীভাবে লড়াই, জানালেন BharatPe কর্তা
| Updated on: Feb 26, 2024 | 4:52 PM

TV9 কনক্লেভের মঞ্চে ভারত পে-র চেয়ারম্যান এবং প্রাক্তন এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার। গত কয়েক বছরে ব্যাঙ্কিং এবং তার ধরনে এসেছে ব্যাপক পরিবর্তন। খাতায় কলমে লেখা ব্যাঙ্কিং সিস্টেম আজ ডিজিটালাইসড। কেমন এই পরিবর্তন? ঝুঁকির মাত্রাটাও বা কীরকম? তা নিয়ে মতামত ব্যক্ত করেছেন তিনি।

তিনি উল্লেখ করেন, টাইপরাইটার দিয়ে কাজ শুরু করেছিলেন তিনি আর আজ মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যুগ এসেছে। সেই পরিবর্তনের কথা বলেন তিনি। রজনীশ কুমার আরও বলেন, ২০১৪ সালের অগস্টে ‘জন ধন যোজনা’ চালু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কিং সেক্টরে বড় পরিবর্তন হয়েছিল।

Follow Us: