AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WHAT INDIA THINKS TODAY: মেয়েদের উচ্চ শিক্ষায় মোদী সরকারের কী ভূমিকা, বোঝালেন স্মৃতি ইরানি

WHAT INDIA THINKS TODAY: মেয়েদের উচ্চ শিক্ষায় মোদী সরকারের কী ভূমিকা, বোঝালেন স্মৃতি ইরানি

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 26, 2024 | 5:03 PM

Share

ভারতের বিকাশে নারী শক্তির ভূমিকা কী, কেন্দ্রীয় সরকার মহিলাদের কথা ভেবে কী পদক্ষেপ করেছেন, এ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। এই মঞ্চে তিনি কথা বললেন সন্দেশখালি নিয়েও। যদিও, পুরো সাক্ষাৎকারে ইংরেজি ভাষায় উত্তর দিলেও সন্দেশখালির প্রশ্নে বদলে গেল ভাষা।

ভারতের বিকাশে নারী শক্তির ভূমিকা কী, কেন্দ্রীয় সরকার মহিলাদের কথা ভেবে কী পদক্ষেপ করেছেন, এ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উল্লেখ করেন, অর্থনীতিতে নারীদের সমান অংশীদার হিসেবে দেখেন মোদী, মহিলাদের সমস্যাকে আলাদা করে দেখেন না। মহিলাদের স্বাস্থ্য, সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে কীভাবে প্রধানমন্ত্রী নজর দিয়েছেন, সে কথাও উল্লেখ করেছেন স্মৃতি ইরানি।

এই মঞ্চে তিনি কথা বললেন সন্দেশখালি নিয়েও। মন্ত্রী বললেন, ‘সন্দেশখালিতে যা হয়েছে তা যে কোনও মানুষের চিন্তার বাইরে।’ তাঁর দাবি, এক সময় বাংলায় বিজেপিকে আক্রান্ত হতে হত আর এখন শাসক দলে সমর্থকেরাই আক্রান্ত হচ্ছেন। ভোট পরবর্তী হিংসার কথাও এদিন উল্লেখ করেন তিনি। যদিও, পুরো সাক্ষাৎকারে ইংরেজি ভাষায় উত্তর দিলেও সন্দেশখালির প্রশ্নে বদলে গেল ভাষা। স্তব্ধতা ভেঙে স্পষ্ট হিন্দিতে ধীরে ধীরে কথা শুরু করলেন তিনি।