Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan Education: কতদূর পড়েছেন অমিতাভ?

Amitabh Bachchan Education: কতদূর পড়েছেন অমিতাভ?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 04, 2023 | 5:43 PM

অমিতাভ বচ্চনের শিক্ষাগত যোগ্যতা কী তা নিয়ে অনেকেরই আগ্রহ। অনেকে এ বিষয়ে গুগল সার্চও করেন। বিগবি তাঁর ৮১ তম জন্মদিনে কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে মুখ খুললেন এ নিয়ে। এলাহাবাদের জ্ঞান প্রবোধিনী বয়েজ স্কুলে শিক্ষা শুরু অমিতাভের। তারপর ভর্তি হন কিশোরী মল কলেজে।

অমিতাভ বচ্চনের শিক্ষাগত যোগ্যতা কী তা নিয়ে অনেকেরই আগ্রহ। অনেকে এ বিষয়ে গুগল সার্চও করেন। বিগবি তাঁর ৮১ তম জন্মদিনে কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে মুখ খুললেন এ নিয়ে। এলাহাবাদের জ্ঞান প্রবোধিনী বয়েজ স্কুলে শিক্ষা শুরু অমিতাভের। তারপর ভর্তি হন কিশোরী মল কলেজে।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক করেন অমিতাভ বচ্চন। তারপর কলকাতায় একটি জাহাজ কোম্পানিতে চাকরি করেন অমিতাভ। বিগ বির থিয়েটারের যাত্রা শুরু কলকাতা থেকেই। তিলোত্তমা কলকাতায় থাকাকালীনই ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে সুযোগ পান। অভিনয় নিয়ে পড়াশোনা শুরু এনএসডিতে।

এরপর বহু উত্থান পতনের মধ্যে দিয়ে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা। বহু বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিগ্রি পান অমিতাভ বচ্চন। কেরিয়ারের প্রথম দিকেছিলেন ভয়েস ওভার আর্টিস্ট। ভয়েস ট্রেনিংয়ের জন্য লন্ডনের ভয়েজ অফ আমেরিকায় পড়াশুনা করেন অমিতাভ। ১৯৬৯ এর মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানী’। তারপর বলিউডের শুরু হয় এংরি ইয়ং ম্যান জমানা।

Published on: Nov 04, 2023 05:43 PM