Anubrata Mondal News: অনুব্রত মন্ডলের প্রতিবেশী শিল্পী কলকাতায় এসে কী বলছেন?

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Mar 11, 2023 | 3:10 PM

Anubrata Mondal News: অনুব্রত মন্ডলের প্রতিবেশী শিল্পী কলকাতায় এসে কী বলছেন?

বোধি হেমব্রম, সাঁওতাল নাচের দল চালান। অনুব্রত মণ্ডলের এলাকার শিল্পী। প্রায়শই দেখা সাক্ষাৎ হত দু’পক্ষের। অনুব্রত মণ্ডলের মিটিং মিছিলে তাঁরাই একচেটিয়া নাচ পরিবেশন করতেন। অনুব্রত মন্ডলের প্রতিবেশী শিল্পী কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের মেলায় এসে কী বলছেন, শুনুন।

হ্যাঁ, একসঙ্গে বহু ছবি আছে কাগজেও বেরিয়েছে। খুব চেনা জানা হলেও একটা অনুরোধ প্রতিশ্রুতি দিয়েও রাখেননি অনুব্রত মণ্ডল। বাড়িতে গিয়েও কথা বলেছেন। মেলেনি সরকারি ভাতা। অথচ শিল্পী নয় এরকম লোক পেয়ে যাচ্ছে, অভিযোগ শিল্পীর। কলকাতায় এই মেলার উদ্যোগ এক শিল্পীর। তিনি নিয়মিত কাজ দেন এঁদের। সরকারি মাসোহারা যে খুব প্রয়োজন , অভিমত তাঁরও।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla