Elon Musk City: এবার মাস্কের শহর!

Elon Musk City: এবার মাস্কের শহর!

আসাদ মল্লিক

|

Updated on: Mar 13, 2023 | 8:29 PM

Elon Musk City: এবার মাস্কের শহর!

ধনকুবের ইলন মাস্ক হঠাৎ করেই টুইটার কিনে নেওয়ার সিদ্ধান্ত নেন। তারপর টুইটার অধিগ্রহণের সঙ্গে সঙ্গেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। সবকিছু নিয়েই চর্চায় থেকেছেন এই ধনকুবের। এবার শোনা যাচ্ছে,নিজের আলাদা শহর গড়ছেন টুইটারের মালিক। টেক্সাসে ইলন মাস্কের কিছু সংস্থা হাজার একর জমি কিনছে। সেই জমিতে একটি ছোটোখাটে শহর তৈরি হবে বলেই জানা যাচ্ছে। সেখানে ইলন মাস্কের সংস্থার কর্মীরা থাকবেন এবং কাজ করবেন। অস্টিনের কাছে অন্ততপক্ষে ৩,৫০০ একর জমি কেনা হয়েছে। শহর তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। সেই শহরের নাম হতে পারে ‘স্নেইলব্রুক’। ইলন মাস্ক চান বোরিং কোম্পানি,টেসলা ও স্পেসএক্সের কর্মীরা এই নতুন বাড়িতে থাকবেন। অপেক্ষাকৃত কম ভাড়ায় এই শহরের বাড়িগুলো তাঁদের জন্যই তৈরি করছেন ইলন। ৩,৫০০ একর জমিতে ১০০টি বাড়ি করার পরিকল্পনা। খেলার জায়গা,সুইমিং পুলের মতো বিলাসবহুল জীবনধারণের ব্যবস্থা করা হবে। ২০২২ সালে টেসলা অস্টিনের কাছে একটি নতুন গিগাফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলেন। টেক্সাসে স্পেসএক্স ও বোরিং কোম্পানিরও অফিস রয়েছে। এই সংস্থার কর্মীদের জন্য আলাদা একটি শহর গড়ে দিতে চাইছেন টেসলা কর্তা।

Published on: Mar 13, 2023 08:29 PM