AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MAX App: পুতিনের দেশ থেকে পাততাড়ি গোটাচ্ছে META?

MAX App: পুতিনের দেশ থেকে পাততাড়ি গোটাচ্ছে META?

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Aug 08, 2025 | 5:17 PM

Share

পুতিনের দেশে হোয়াটসঅ্যাপ ব্যান। প্রায় ৬০ ঘণ্টা রাশিয়ায় কাজ করল না হোয়াটস অ্যাপ। রুশ নাগরিকরা অনেকে সোশ্যাল মিডিয়ায় বলেও দিয়েছিলেন, ‘রাশিয়ায় হোয়াটসঅ্যাপের দিন বোধহয় শেষ। তবে চিন্তা নেই। আমাদের হাতে তো ম্যাক্স আছে। হোয়াটসঅ্যাপ না থাকলে চিন্তা কীসে?’ অনেকে আবার বলছে, ‘হোয়াটসঅ্যাপের দোকান বন্ধ হল বলে।’ আড়াই দিন ধরে হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে রুশ মেসেজিং অ্যাপ […]

পুতিনের দেশে হোয়াটসঅ্যাপ ব্যান। প্রায় ৬০ ঘণ্টা রাশিয়ায় কাজ করল না হোয়াটস অ্যাপ। রুশ নাগরিকরা অনেকে সোশ্যাল মিডিয়ায় বলেও দিয়েছিলেন, ‘রাশিয়ায় হোয়াটসঅ্যাপের দিন বোধহয় শেষ। তবে চিন্তা নেই। আমাদের হাতে তো ম্যাক্স আছে। হোয়াটসঅ্যাপ না থাকলে চিন্তা কীসে?’ অনেকে আবার বলছে, ‘হোয়াটসঅ্যাপের দোকান বন্ধ হল বলে।’

আড়াই দিন ধরে হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে রুশ মেসেজিং অ্যাপ ম্যাক্সের মহড়া সেরে নিল রাশিয়া। অর্থাৎ, হোয়াটসঅ্যাপে তালা মেরে ম্যাক্স চালু করলে নতুন অ্যাপ এত বিপুল চাপ নিতে পারে কীনা, দেখে নেওয়া। গত ২১ জুলাই রাশিয়ার বিগ ফোর মিনিস্ট্রির কর্মী – অফিসারদের ফোন থেকে হোয়াটস অ্যাপ ডিলিট করে ম্যাক্স ইনস্টল করার নির্দেশ দিয়েছিল পুতিন প্রশাসন। ম্যাক্সকে হোয়াটসঅ্যাপের রাশিয়ান ভাই বলা চলে। কাজ একেবারে হোয়াটসঅ্যাপের মতোই। ভিকে কোম্পার তৈরি এই অ্যাপ থেকে একসঙ্গে ১০০ জনকে মেসেজ ও ভিডিও পাঠানো সম্ভব।

প্রসঙ্গত, ইর আগে রাশিয়ায় ইউটিউবের আদলে একটি ভিডিও অ্যাপ তৈরি করে চমকে দিয়েছিল ভিকে কোম্পা। তারাই ম্যাক্স অ্যাপটি তৈরি করেছে। অদ্ভুত ব্যাপার হলো, ম্যাক্সের সঙ্গে চিনের তৈরি দুটো অ্যাপের দারুণ মিল। তা হলে কী এখানেও রুশি – চিনি ভাই – ভাই? হলে অবাক হওয়ার কিছু নেই। দু-দেশের সম্পর্ক এখন কতটা মাখো-মাখো সেটা তো আপনারা জানেনই। চলতি বছর মার্চে রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা দাবি করেছিলেন, আমেরিকা, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে কীভাবে? ওই উপদেষ্টা বলেছিলেন, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক থেকে গোপন তথ্য ও লোকেশন ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে মেটা। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা স্বভাবতই এই অভিযোগ মানেনি। তবে ম্যাক্সের মতো মেসেজিং প্ল্যাটফর্ম বাজারে এনে রাশিয়া বুঝিয়ে দিল, তারা পুরোপুরি তৈরি। এবার পুতিনের দেশে মেটার বাজারে তালা ঝুললেও অবাক হওয়ার কিছু নেই।