Neymar AL Hilal: ২৫ বেডরুমের বাড়িতে নেইমার ও বান্ধবী
প্য়ারিস সাঁ জাঁ ছেড়ে দিয়ে সৌদি প্রো লিগে খেলা ক্লাব আল হিলালে যোগ দিলেন নেইমার। চুক্তি শেষ হবার আগেই ২.৫ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে কিনেছে মরুদেশের ক্লাব। আল হিলালে নেইমার বিপুল অঙ্কের ট্রান্সফার ফি ছাড়াও যা পাচ্ছেন জানলে চোখ কপালে উঠবে।
প্য়ারিস সাঁ জাঁ ছেড়ে দিয়ে সৌদি প্রো লিগে খেলা ক্লাব আল হিলালে যোগ দিলেন নেইমার। চুক্তি শেষ হবার আগেই ২.৫ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে কিনেছে মরুদেশের ক্লাব। আল হিলালে নেইমার বিপুল অঙ্কের ট্রান্সফার ফি ছাড়াও যা পাচ্ছেন জানলে চোখ কপালে উঠবে। নেইমার পাচ্ছেন একটি ব্যক্তিগত বিমান। বিমানের যাবতীয় খরচ ক্লাবের। নেইমার ও তাঁর বান্ধবী ব্রুনা বিনাকার্ডির জন্য আল হিলাল দিচ্ছে ২৫ বেডরুমের একটি বিলাসবহুল মহল। সেই মহলের সমস্ত খরচ এবং বাড়ির কাজের লোকের খরচ ক্লাবের। আল হিলালের প্রতি ম্যাচ জয়ে মাঠে থাকলেই নেইমার পাবেন ৮০ হাজার ইউরো। সোশাল মিডিয়ায় সৌদি আরব নিয়ে পোস্ট করলেই নেইমার পাবেন পোস্ট পিছু ৫ লাখ ইউরো। আল হিলালের জার্সি স্পনসর পিউমা। দুনিয়া জুড়ে পিউমার সব স্টোরেই থাকছে নেইমারের আল হিলালের জার্সি। এখন পিউমার স্টোরের আকর্ষণ হয়ে উঠছে নেইমারের ১০ নম্বর জার্সি।