Cricketers Lunch Menu: জেনে নিন টেস্ট ক্রিকেটের লাঞ্চ মেনু
ক্রিকেটাররা টেস্টে লাঞ্চের জন্য অনেকটা সময় পান। লাঞ্চের জন্য তাঁরা ৪০ মিনিট সময় পান। কিন্তু সেই সময় তাঁরা কি খায় জানেন? লাঞ্চ করার পর তাঁদের বেশ তরতাজা দেখতে লাগে। লাঞ্চ করার জন্য তাঁদের দারুণ খাবারের ব্যবস্থা করা থাকে ।
ক্রিকেটাররা টেস্টে লাঞ্চের জন্য অনেকটা সময় পান। লাঞ্চের জন্য তাঁরা ৪০ মিনিট সময় পান। কিন্তু সেই সময় তাঁরা কি খায় জানেন? লাঞ্চ করার পর তাঁদের বেশ তরতাজা দেখতে লাগে। লাঞ্চ করার জন্য তাঁদের দারুণ খাবারের ব্যবস্থা করা থাকে । রুটি, পাস্তা, রোস্টেড মাংস থাকে। এছাড়াও ফিস, মুরগির মাংস, ভাত থাকে। গ্রিন স্যালাড থেকে শুরু করে মিষ্টিও থাকে। মধ্যাহ্নভোজনের জন্য আইসক্রিম, চকলেট, কফি থাকে। যাঁরা ব্যাটিং করার আগে ব্যাটার বেশি ভারী খাবার খান না। বোলারও বেশি ভারী খাবার খান না। অনেক ক্রিকেটাররা বেশি করে প্রোটিন খাবার খান। বেশি ভারী খাবার খেলে অসুবিধা হতে পারে দৌঁড়াতে । বেশি ভারী খাবার দুপুরের খেলে তাঁরা স্লো হয়ে যেতে পারেন মাঠে। ভারী খাবার খাওয়া থেকে অনেক ক্রিকেটাররা বিরত থাকেন। যে দেশে টেস্ট ম্যাচ খেলা হয়,সেখানকার জনপ্রিয় খাবার দেওয়া হয়।
Latest Videos