Railway Theft: ট্রেনে লাগেজ চুরি? কী করবেন

Railway Theft: ট্রেনে লাগেজ চুরি? কী করবেন

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 22, 2023 | 12:24 PM

Railway: আতশবাজি, গ্যাস সিলিন্ডার, অ্যাসিড, রাসায়নিক, চামড়া, তেল, ঘি সহ কোনও দাহ্য বস্তু। স্টেশনে না নেমেই FIR করুন ট্রেনের জিআরপির কাছে। প্রয়োজনে সহযাত্রীর সাক্ষ্য নথিবদ্ধ করুন।

ট্রেন থেকে লাগেজ চুরি হলে কাকে অভিযোগ করবেন? চলন্ত ট্রেন থেকে লাগেজ চুরি হলে টিটিই, আরপিএফ, জিআরপিকে জানান। অনলাইনে অভিযোগ কী করে জানাবেন? যাত্রীদের সুবিধার জন্য় ‘রেল মদত’ অ্যাপ আছে। ‘অপারেশন আমানত’ শুরু করেছে ভারতীয় রেল। ওয়েবসাইটে হারিয়ে যাওয়া জিনিসের ছবি দেন আরপিএফ কর্মীরা। তার সঙ্গে আপনার লাগেজ মিলে গেল ফেরত পাবেন খোয়া জিনিস। ট্রেনযাত্রার সময় কী কী বিষয় মাথায় রাখবেন? টাকা ভর্তি ব্যাগ বহন করবেন না। সোনা ও রূপোর গয়না পরবেন না। ফোন চার্জিংয়ে রেখে ঘুমোবেন না। একাধিক লাগেজ চেইন দিয়ে বেঁধে রাখুন। সন্দেহভাজন ব্যক্তির দিকে নজর রাখুন। ট্রেনে কী কী নেওয়া যায় না ? আতশবাজি, গ্যাস সিলিন্ডার, অ্যাসিড, রাসায়নিক, চামড়া, তেল, ঘি সহ কোনও দাহ্য বস্তু। স্টেশনে না নেমেই FIR করুন ট্রেনের জিআরপির কাছে। প্রয়োজনে সহযাত্রীর সাক্ষ্য নথিবদ্ধ করুন।