SIR in Bengal: SIR খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন?
West Bengal Voter List Special Revision: কমিশন আগেই জানিয়েছিল, এক মাস ধরে ফর্ম বিলি ও সংগ্রহ পর্বের পর প্রকাশিত হবে খসড়া তালিকা। যাঁরাই তাতে সেই ফর্ম পূরণ করবেন, তাঁদের নামই থাকবে খসড়া তালিকায়। সুতরাং চিন্তার কোনও কারণই নেই। কিন্তু এরপরেও যদি কারওর নাম না থাকে, তখন কী হবে?
কলকাতা: আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। কিন্তু এই তালিকায় যদি নাম না থাকে, তখন কী হবে? কমিশন আগেই জানিয়েছিল, এক মাস ধরে ফর্ম বিলি ও সংগ্রহ পর্বের পর প্রকাশিত হবে খসড়া তালিকা। যাঁরাই তাতে সেই ফর্ম পূরণ করবেন, তাঁদের নামই থাকবে খসড়া তালিকায়। সুতরাং চিন্তার কোনও কারণই নেই। কিন্তু এরপরেও যদি কারওর নাম না থাকে, তখন কী হবে?
কমিশন জানিয়েছে, সেক্ষেত্রে পুনরায় আবেদনের সুযোগ থাকছে। এই তালিকা চূড়ান্ত নয়, খসড়া। যাঁরা নিজেদের নাম খুঁজে পাবেন না, তাঁরা আবেদন জানাতে পারবেন। পাশাপাশি, কমিশন আরও জানিয়েছে, ফর্মের তথ্য ও কমিশনের তথ্য অমিল থাকলে সংশ্লিষ্ট ভোটারদের তলব করবে কমিশন। এমন কেউ যাঁদের নাম ২০০২ সালের শেষ সংশোধিত তালিকায় নেই। এমনকি, তাঁদের কোনও আত্মীয়ের নামও নেই। তাঁকেও ডাকা হবে শুনানির জন্য।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
