Anubrata Mondal News: দেশি মুরগি থেকে ফ্রায়েড রাইস-মিষ্টি, পুজোয় জেলবন্দি কেষ্টর জন্য এলাহি আয়োজন
Durga Puja 2022: এবার পুজো জেলেই কাটাবেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। কিন্তু পুজোর চারটে দিন কী খাবেন অনুব্রত মণ্ডল? সেখানেও থাকছে চমক।
আসানসোল: পেরিয়েছে মহালয়া। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। এবার পুজো জেলেই কাটাবেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। কিন্তু পুজোর চারটে দিন কী খাবেন অনুব্রত মণ্ডল? সেখানেও থাকছে চমক। জেল সূত্রে জানা গিয়েছে পুজোর সময় আসানসোলের জেলে খাবারদাবারের এলাহি আয়োজন করা হবে। সপ্তমীর দিন তাঁর পাতে পড়বে দেশি মুরগির ঝোল। অষ্টমীতে থাকছে নিরামিষ খিচুড়ি ও পাঁচমিশালি সবজি। নবমী ও দশমীতে একদিন থাকছে কাতলা মাছের ঝোল ও অন্যদিন দেশি মুরগি। সঙ্গে থাকবে ভাত বা ফ্রায়েড রাইস। প্রতিদিন রাতে কেষ্টর পাতে পড়বে বিশেষ ধরণের মিষ্টিও। তবে জানা গিয়েছে শুধু কেষ্ট নন, সব জেলবন্দির জন্যই করা হয়েছে এই ব্যবস্থা।
মহালয়ার দিন আসানসোলের জেলেই কাটালেন অনুব্রত। জেল সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা নাগাদ ঘুম ভাঙে তাঁর। ঘুম থেকে উঠেই স্নান করেন তিনি। তারপরই জেলেই তর্পণ সারেন তিনি। বেলার সময়টা কাটালেন টিভি দেখেই।