IPL 2025, CSK vs RCB: ফর্মে থাকা আরসিবির চিপকের স্পিন দুর্গে হতাশার পরিসংখ্যান বদলাবে!
CSK vs RCB: বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে ম্যাচে দুই দলে অনেক নায়ক থাকলেও ম্যাচ আসলে ওই দুই জনের মধ্যেই। এই ম্যাচটাকে বলা যায় 'ক্ল্যাশ অফ টাইটানস'।
আজ চিপকে মুখোমুখি বিরাট এবং ধোনি। বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে ম্যাচে দুই দলে অনেক নায়ক থাকলেও ম্যাচ আসলে ওই দুই জনের মধ্যেই। এই ম্যাচটাকে বলা যায় ‘ক্ল্যাশ অফ টাইটানস’। চেন্নাই ও বেঙ্গালুরু, দক্ষিণ ভারতের এই দুই দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।
আজকের ম্যাচে বিরাট বা ধোনি, কেউই অধিনায়ক নন। ৪৩ বছরের ধোনি, এখনও উইকেটকিপিংয়ে চিতার চেয়েও ক্ষীপ্র।
Published on: Mar 28, 2025 05:38 PM