FIFA World Cup 2022: কাতারে উদ্বোধনী অনুষ্ঠানে কী হবে?
ফিফার উদ্বোধনী সঙ্গীতে ম্যাসকট লাই'ব-কে দেখা যাবে।
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এ বারের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হবে ২০ নভেম্বর, রবিবার। মেগা টুর্নামেন্টের ফাইনাল ১৮ ডিসেম্বর। এ বারের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কাতার ও ইকুয়েডর। আল বায়াত স্টেডিয়ামে রাত ৯ টা ৩০ মিনিটে রয়েছে প্রথম ম্যাচ। ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) উদ্বোধনী অনুষ্ঠান হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে হবে। ফিফার উদ্বোধনী সঙ্গীতে ম্যাসকট লাই’ব-কে দেখা যাবে। জানা গিয়েছে অনুষ্ঠানে অংশ নেবেন বিটিএসের পপ তারকা জংকুক। এ বারের বিশ্বকাপে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। কাতারের ৮ টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
Latest Videos