AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21st July: কাল সকালে কী খেয়ে ধর্মতলায় যাবেন কর্মীরা?

21st July: কাল সকালে কী খেয়ে ধর্মতলায় যাবেন কর্মীরা?

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jul 20, 2025 | 8:06 PM

Share

কলকাতা শহর জুড়ে এখন শুধুই একুশের আবহ। রাত পেরোলেই সোমবার, ২১ জুলাই—তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় তৈরি হচ্ছে বিশাল সভামঞ্চ। ‘অমর একুশে জুলাই’-এর ডাক দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধর্মতলা চলো’ কর্মসূচি। প্রধান বক্তা থাকছেন মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার স্বার্থে মঞ্চের চারপাশ ঘেরা হয়েছে গার্ডরেল দিয়ে, […]

কলকাতা শহর জুড়ে এখন শুধুই একুশের আবহ। রাত পেরোলেই সোমবার, ২১ জুলাই—তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় তৈরি হচ্ছে বিশাল সভামঞ্চ। ‘অমর একুশে জুলাই’-এর ডাক দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধর্মতলা চলো’ কর্মসূচি। প্রধান বক্তা থাকছেন মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিরাপত্তার স্বার্থে মঞ্চের চারপাশ ঘেরা হয়েছে গার্ডরেল দিয়ে, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দূরে থাকা কর্মীদের জন্য রাখা হয়েছে বড় এলইডি স্ক্রিন, যাতে বক্তৃতা স্পষ্ট শোনা ও দেখা যায়। ধর্মতলা চত্বরে মাইক বসানো হয়েছে বহু দূর পর্যন্ত আওয়াজ পৌঁছনোর জন্য।

সমস্ত রাস্তাজুড়ে পোস্টার, ব্যানার আর পতাকায় ভরে উঠেছে শহর। ইতিমধ্যেই হাজার হাজার কর্মী-সমর্থক ঢুকে পড়েছে কলকাতায়। সোমবার সকাল থেকে শহরের নজর থাকবে একটাই দিকে—ধর্মতলা, যেখানে আবেগ আর বার্তা মিলিয়ে তৈরি হবে রাজনৈতিক মোড়।