Ghatal Fraud News: সম্মান বাঁচাতে পুলিশের দ্বারস্থ মহকুমা শাসক

Ghatal Fraud News: সম্মান বাঁচাতে পুলিশের দ্বারস্থ মহকুমা শাসক

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 24, 2023 | 3:54 PM

সম্মান বাঁচাতে পুলিশের দ্বারস্থ মহকুমা শাসক, মহকুমা শাসকের নামে ফেসবুক অ্যাকাউন্ট whatsapp খুলে প্রতারণা করা হচ্ছে সাধারন মানুষকে। সাইবার প্রতারণার নতুন কৌশল, এবার মহকুমা শাসকের নামে কখনো ফেসবুক একাউন্ট, কখনো whatsapp খুলে মানুষকে বিভ্রান্ত করে প্রাতারিত করা হচ্ছে বিভিন্নভাবে।

সম্মান বাঁচাতে পুলিশের দ্বারস্থ মহকুমা শাসক, মহকুমা শাসকের নামে ফেসবুক অ্যাকাউন্ট whatsapp খুলে প্রতারণা করা হচ্ছে সাধারন মানুষকে।
সাইবার প্রতারণার নতুন কৌশল, এবার মহকুমা শাসকের নামে কখনো ফেসবুক একাউন্ট, কখনো whatsapp খুলে মানুষকে বিভ্রান্ত করে প্রাতারিত করা হচ্ছে বিভিন্নভাবে। খোদ মহকুমা শাসকের ছবি দিয়ে ফেসবুক একাউন্ট বা ফোন নাম্বারে whatsapp ডিপিতে মহকুমা শাসকের ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে।

ইতিমধ্যে মহকুমা শাসক এই নিয়ে পুলিশের দ্বারস্থ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নামে প্রায় ১২ টির মতো ফেসবুক অ্যাকাউন্ট চলাচ্ছে প্রতারকরা । এমনকি মোবাইল নাম্বারে হোয়াটস অ্যাপে মহকুমা শাসকের ছবি দিয়ে ট্রু-কলারে নাম সেভ করেও, বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে সাধারণ মানুষকে।ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে মহকুমা শাসক পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এমনকি এলাকার সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন মহকুমা শাসক। খোদ মহকুমা শাসকের একাউন্ট খুলে সাধারণ মানুষ প্রতারণা শিকার হচ্ছেন সেটিও নিজের মুখে স্বীকার করলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।