Whatsaap Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার কী, জানেন?
হোয়াটসঅ্যাপ একটি ফিচার নিয়ে আসছে। স্প্যাম কল ও অচেনা নম্বর থেকে আসা অপ্রয়োজনীয় কলের বিরক্তি কমবে এই ফিচারে। স্প্যাম কলে রাশ টানবে নতুন এই ফিচার।
হোয়াটসঅ্যাপ একটি ফিচার নিয়ে আসছে। স্প্যাম কল ও অচেনা নম্বর থেকে আসা অপ্রয়োজনীয় কলের বিরক্তি কমবে এই ফিচারে। স্প্যাম কলে রাশ টানবে নতুন এই ফিচার। কারও কাছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে সে আপনাকে হোয়াটসঅ্যাপ কল করতে পারে। নতুন ফিচারে স্প্যাম ও অবাঞ্ছিত কলটি সাইলেন্স মোডে ঢুকবে। পরে সেই কলটি নোটিফিকেশনে দেখা যাবে। নতুন এই ফিচারের নাম রাখা হয়েছে সাইলেন্স আননোন কলার্স।
বর্তমানে বিটা ভার্সনে এর পরীক্ষা চলছে। আপনি হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারী হলে ফিচারটি ব্যবহার করতে পারেন। নতুন আপডেটের পরে, অবাঞ্ছিত কল সাইলেন্স করতে সেটিংস মেনুতে একটি অপশন থাকবে। ফিচারটি আপনার ফোনে সেভ নয় এমন নম্বরগুলি থেকে আসা কল সাইলেন্স করবে। ফিচারটি স্প্যাম কল প্রতিরোধে খুব সহায়ক হতে পারে। অবাঞ্ছিত কল ফোনে ঢুকলেও, তা আপনাকে বিরক্ত করবে না। নতুন ফিচারটি এলে হোয়াটসঅ্যাপে একটি নতুন ট্যাব দেওয়া হবে। এছাড়া হোয়াটসঅ্যাপ একটি নতুন প্রাইভেসি ফিচার নিয়ে পরীক্ষা করছে। ফিচারটি হোয়াটসঅ্যাপ আইওএস অ্যাপে পরীক্ষা করা হচ্ছে। ফিচারটি চালু হওয়ার পরে হোয়াটসঅ্যাপে আরও ভাল প্রাইভেসি পাওয়া যাবে।