Weather Update Today: বৃষ্টি কবে? বর্ষাই বা আসছে কবে?
আগামী ১০ তারিখ পর্যন্ত কোনও সম্ভবনা নেই।একে ১০ তারিখ পর্যন্ত বৃষ্টি নেই তার ওপর গরম বাড়বে। বুধ বা বৃহস্পতিবার হলেও হতে পারে। তবে সম্ভবনা মাত্র কুড়ি শতাংশ। কিন্তু তাতে তাপমাত্রার খুব একটা ফারাক হবে না।
বৃষ্টি নেই। টানা অনেক দিন। গরম বাড়ছে। টানা অনেক দিন। গরমে অতিষ্ঠ মানুষের একটাই জিজ্ঞাস্য। বৃষ্টি হবে কবে?জিকে দাস, আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানালেন , মেঘ তৈরি হতে পারছে না। তাই ঝড় বৃষ্টি হচ্ছে না। আগামী ১০ তারিখ পর্যন্ত কোনও সম্ভবনা নেই।একে ১০ তারিখ পর্যন্ত বৃষ্টি নেই তার ওপর গরম বাড়বে। বুধ বা বৃহস্পতিবার হলেও হতে পারে। তবে সম্ভবনা মাত্র কুড়ি শতাংশ। কিন্তু তাতে তাপমাত্রার খুব একটা ফারাক হবে না। বর্ষা কি আসছে সময় মত?বাইট জিকে দাস, অধিকর্তা আন্দামানে বর্ষা এখনও ঢোকে নি। ওখানে ঢোকার পর আসবে বঙ্গে। যা মনে হচ্ছে সঠিক সময়ে ঢুকছে না বর্ষা।
Latest Videos

ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?
