Partha Chatterjee: কবে শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন? জানতে চেয়ে স্পিকারকে চিঠি পার্থর
Partha Chatterjee News: শীতকালীন অধিবেশন কবে তা জানতে চেয়ে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরেই কার্যত দলের সব পদই হারিয়েছেন। দল করেছিল সাসপেন্ড। গিয়েছিল মহাসচিবের পদ।
কলকাতা: ফের দ্রুত রাজনীতির ময়দানে ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়? শীতকালীন অধিবেশন কবে তা জানতে চেয়ে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরেই কার্যত দলের সব পদই হারিয়েছেন। দল করেছিল সাসপেন্ড। গিয়েছিল মহাসচিবের পদ। তিন বছর তিন মাস পরে মিলেছে জামিন। অসুস্থ হওয়ায় হাসপাতালেও ছিলেন। সেখান থেকে ফেরার পথে রাস্তায় কার্যত অনুগামীদেরও ঢল নামে। বাড়ির সামননেও দেখা যায় একই ছবি। এবার তিনি বিধানসভায় ফিরতে মুখিয়ে রয়েছেন বলেই মত ওয়াকিবহাল মহলের।
Published on: Nov 26, 2025 02:15 PM
Latest Videos

