World’s Longest Road: এই পথ যদি (x)কভু না শেষ হয়
World Longest Road: ১৩ বার মাউন্ট এভারেস্টে উঠে নামলে যে দূরত্ব হয়। ততটাই এই পথ। দিনে ৮ ঘণ্টা হাঁটলে এই পথ পারই দিতে লাগে ৫৮৭ দিন। আর বিরতি বিহীন হাঁটলে ১৮৭ দিনে খাতায় কলমে পাড়ি দেওয়া যায় এই পথ।
কাশ্মীর থেকে কন্যাকুমারীর দুরতব পরায় ৩৫০০ কিলোমিটার। কিন্তু এই পথ সে পথের প্রায় ৭গুন। জানেন কই কথায় সেই পথ। যা এখনও কোনও অভিযাত্রীই শেষ করতে পারেননি। কেপটাউন, দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়ার পূর্বে ম্যাগাদান বন্দর। দূরত্ব ২২,৩৮৭ কিলোমিটার। পায়ে হেঁটেই পাড়ি দেওয়া যায় এই পথ।
১৩ বার মাউন্ট এভারেস্টে উঠে নামলে যে দূরত্ব হয়। ততটাই এই পথ। দিনে ৮ ঘণ্টা হাঁটলে এই পথ পারই দিতে লাগে ৫৮৭ দিন। আর বিরতি বিহীন হাঁটলে ১৮৭ দিনে খাতায় কলমে পাড়ি দেওয়া যায় এই পথ। পথে পড়ে ৩টি মহাদেশের ১৭টি দেশ। এখনও পর্যন্ত কেউই শেষ করতে পারেননি এই পথ। জল বা বিমান যাত্রা ছাড়াই এই পথ পাড়ি দেওয়া যায়। পথের প্রতিকূলতা আর দুর্গমতার জন্য কেউই শেষ করতে পারেননি এই পথ। বিশ্বের দীর্ঘতম পথ পাড়ি দেবার রেকর্ড তাই এখনও অধরা।
Latest Videos