BJP: বিজেপির সংকল্পপত্র কমিটিতে কোন কোন নেতা?
Bengal BJP: কমিটির কনভেনার বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তথা বালুরঘাটের বিধায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়িকে। পাশাপাশি কো-কনভেনার হিসেবে রাখা হয়েছে অগ্নিমিত্রা পালকে। আর কে কে আছেন কমিটিতে?
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রণকৌশল সাজাতে তৎপর বঙ্গ বিজেপি। কোমর কষে ময়দানে নামছেন নেতারা। আসন্ন নির্বাচনের ইস্তেহার বা ‘সংকল্প পত্র’ তৈরির জন্য ১১ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করেছে পদ্ম শিবির। এই হাই-প্রোফাইল কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে উত্তর কলকাতার বর্ষীয়ান রাজনীতিক তাপস রায়কে। কমিটির কনভেনার বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তথা বালুরঘাটের বিধায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়িকে। পাশাপাশি কো-কনভেনার হিসেবে রাখা হয়েছে অগ্নিমিত্রা পালকে। আর কে কে আছেন কমিটিতে?
Latest Videos

